Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। বিশ্ব পরিবেশ দিবস পালন মার্লিন গ্রুপের ।।

ইন্দ্রজিৎ আইচ :- গরমের চোখ রাঙানিতে স্তব্ধ শহরবাসী। নেই সবুজ রঙ, আছে শুধু রঙিন প্লাস্টিকের স্তুপ। চলছে প্রকৃতির ওপর অবাধ নির্যাতন। বিশেষজ্ঞদের মতে ২০৩০ সালের মধ্যে বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমান আরো বৃদ্ধি পাবে। এছাড়া আমাদের পরিবেশের সবচেয়ে বড় শত্রু প্লাস্টিক, তার ব্যবহারই ক্রমাগত আমারাই ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে পরিবেশকে।


এই পরিবেশ দিবস উপলক্ষ্যে মার্লিন গ্রুপের সিএসআর শাখা আই অ্যাম কোলকাতা এবং টিডিএইচ স্যুইস ও ডিআরসিএসসি-এর সাথে যৌথ উদ্যোগে পরিবেশ কেন্দ্রিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাথে ছিল শিশুদের মধ্যে সিডস বল তৈরি, প্ল্যান্টেশন বা বৃক্ষরোপন এবং ইকোব্রিক তৈরির উপর কর্মশালার আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রধান পরিবেশ আধিকারিক শ্রী কে বালামুরুগান, গায়ক ও ভূমি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সহ পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা শিশু অধিকার কমিশনের সদস্য শ্রী সৌমিত্র রায় এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং স্কুল অফ ওশানোগ্রাফিক স্টাডিজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ডাঃ সুগত হাজরা।


কলকাতার ৫৭ এবং ৫৮ নম্বর ওয়ার্ডের ধপাদ্বীপি, বেথবাগান, কুলিয়া ট্যাংরা, ট্যাংরা ক্যাম্প এবং রাজারহাট নতুনপাড়া জুড়ে অবস্থিত পাঁচটি সহায়তা শিক্ষা কেন্দ্রের মোট ৪০০ টিরও বেশি বস্তির শিশু এই উদ্যোগের দ্বারা উপকৃত হবে। মার্লিন আই অ্যাম কোলকাতা এবং ডিআরসিএসসি দ্বারা পরিচালিত পাঁচটি শিক্ষা কেন্দ্রকে সহায়তা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস স্যুইস (Terre des Hommes Suisse) যুক্ত হয়েছে। বীজ বল তৈরি থেকে শুরু করে গাছ লাগানো এবং ইকোব্রিক তৈরির কর্মশালাগুলি মার্লিন আই অ্যাম কোলকাতা দ্বারা সমর্থিত প্রকল্পের অংশ।


পরিবেশকে কেন্দ্র করে পুরো সপ্তাহব্যাপি নানা রকম ক্রিয়াকলাপের আয়োজন করা হয়েছে। পরিবেশ নিয়ে তারা স্ট্রিট থিয়েটারের বা পথনাট্য মঞ্চস্থ করবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read