প্রদীপ কুমার সিংহ :- বাইক দুর্ঘটনা, আহত দুই ছাত্র। আহত ব্যক্তিদের নাম সোহেল বৈদ্য ও আরিফ শেখ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর চাঁদোখালি অঞ্চলে। দুজনেই যোগী বটতলার কাছে আলামিন কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে খবর সোহেল ও আরিফ দুজনের সন্ধ্যার সময় বারুইপুর শাসন এলাকা বাইপাসে ঘুরতে এসেছিল। সেখান থেকে রাতে বাইক নিয়ে বাড়ি যাবার সময় হঠাৎ বাইপাসের উপর পিছন থেকে একটি চার চাকা গাড়ি এসে বাইকের লুকিং গ্লাস লাগায় তারা বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে। দুজনে গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতলে আসে। সোহেলের মাথায় মুখে হাতে দেহের বিভিন্ন জায়গা চোট লাগে। আসিফের পায়ের দিকে চোর লাগে। তারা এখন বারইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Author: ekhansangbad
Post Views: ৯২