Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। মৎস্য চাষ সম্প্রসারণের অভিনব উদ্যোগ ।।

প্রতিনিয়ত মৎস্যজীবিদের পাশে থাকতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যবিভাগ। মৎস্য চাষি, মৎস্য বিক্রেতা, মৎস্যজীবী সহ মৎস্য উদ্যোক্তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে গ্রুপ বানিয়েছে। এবং একি সাথে অনলাইনে হাতের মুঠো ফোনে সরাসরি ভার্টুয়াল আলোচনা সভা প্রশিক্ষন শিবির করা হচ্ছে এতে প্রযুক্তি সম্প্রসারনের সাথে সাথে মৎস্য পেশাগত দিক খুঁজে পাচ্ছে তরুন ও যুবক সম্প্রদায়।

কেনো এই ডিজিটাল গ্রুপ আর কি এর প্রয়োজনীয়তা প্রশ্নের উত্তরে এই বিষয়ে নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন,-“নন্দীগ্রাম-১ ব্লকের সমস্ত মৎস্যজীবি, মৎস্যচাষি, নব মৎস্য-উদ্যোক্তাকে এই গ্রুপে যুক্ত করে মৎস্য দপ্তরের রকারি বিভিন্ন নির্দেশিকা ও মৎস্য-চিংড়ি-কাঁকড়া চাষ, আহরন, বিপনণ, প্রক্রিয়াকরণ, প্রকল্প সহ আধুনিক তথ্য দেওয়া এবং এই যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ দ্রুত ও কার্যকর ভাবে সকলের কাছে পৌঁছানো ও সর্বোপরি প্রশিক্ষণ ও আলোচনাসভা বিষয়ক তথ্য দেওয়ার জন্য এই গ্রুপ তৈরি হয়েছে”।


সাউদখালি গ্রামের মাছ চাষি প্রনব কুমার দাস, আমগেছিয়া গ্রামের সৈয়দ বদরুদোজ্জা, কাঞ্চননগর গ্রামের তরুন মাছ চাষি আশিষ মান্না প্রমুখরা জানান, এই ভাবে অনলাইনে খুব সহজে বাড়িতে , মাছের খামারে বসেই মাছ চাষ বিষয়ে আলোচনা শুনছি একি সাথে অন্যন্য মাছ চাষিদের সাথে পরিচিতি বাড়ছে।

একি ভাবে কান্ডপশরা গ্রামের মাছ চাষি স্বরদেন্দু মাইতি বলেন, “এই অনলাইন আলোচনায় আমি বিশেষ করে খুবই উপকৃত হচ্ছি, অজানা তথ্য জানতে পারছি। সবাই মাছ চাষের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পাচ্ছে।“ নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে মাছ চাষিদের একেবারে কাছে পৌছে ও অন্যন্যচাষিদের মেলবন্ধনের মাধ্যমে মৎস্য সম্প্রসারনের এই উদ্যোগে খুশি সকলে।

পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি বলেন,- “ব্লক মৎস্য বিভাগ বেশ সাজিয়ে গুছিয়ে মাছ চাষ চাষিদের নিয়ে মৎস্যক্ষেত্রের উন্নয়নে প্রয়াসী, এর জন্য ব্লক মৎস্য আধিকারিককে স্বাদুবাদ জানাই”।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read