Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। করমন্ডল দুর্ঘটনা কাড়লো পাঁচ যুবকের প্রাণ:খেজুরীর শ্মশানে জনপ্লাবন ।।

প্রদীপ মাইতি :- কর্মস্থানে আর যাওয়া হোলনা।রেল দুর্ঘটনা কেড়ে নিলো এক সাথে পাঁচ যুবকের প্রাণ। এক সাথে এতো যুবকের অকাল মৃত্যু শোকে পাথর করে দিয়েছে এখানকার বাসিন্দাদের।
চিরদিনের জন্যে হারানো প্রিয়জনদের শেষ দেখার
প্রতীক্ষার প্রহর গোনা শেষ হল সোমবার। ভোরের আলো ফুটতেই চিতা সাজানো শুরু। শ্মশান প্রান্তর যেন জনসমুদ্রের আকার নিলো।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বোগা গ্রামের সকালটা শুধু স্বজনহারাদের কান্নায় ভরা। বাড়ি ফিরলো পূর্ব মেদিনীপুরের খেজুরীর তালপাটি কোস্টাল থানার বোগা গ্রামের পাঁচ জন শ্রমিক নন্দন প্রধান (২৪): শংকর প্রধান (৩৫): সুমন প্রধান(২৬): ভোলানাথ গিরি(৩৩): রাজীব কুমার ডাকুয়া (২১)র নিথর দেহ।


ওড়িশ‍্যার বালেশ্বরের কাছে বাহানাগায় করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ খেজুরির পাঁচ যুবকের মৃতদেহ ফিরলো গ্রামে। ৩ দিন পরে ঘরের ছেলে ফিরলো ঘরে। তবে তারা প্রাণহীন। সারা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন নিকট আত্মীয়-পরিজন থেকে এলাকাবাসী সকলেই।

বোগা এলাকার পাঁচ জনের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্তুত করা হচ্ছে পাঁচ যুবককে চিতা। পরিবারের লোকজন শোকে পাথর হয়ে পড়েছেন। এ যেন গ্রামের এক অন্য ছবি।।শ্মশান প্রান্তর এখন যেন জনসমুদ্র।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read