পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরীর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রামের জামবাড়িতে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবাড়ী গ্রামের কিশোর দাস নামের এক তৃণমূল কর্মী তার মা এবং স্ত্রীকে কয়েকজন বিজেপি কর্মী আজ বুধবার সকালে মারধর করে
তিনি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। কিশোর দাসের অভিযোগ সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ি থেকে বেরোনোর রাস্তায় বেড়া দেওয়া রয়েছে সেই বেড়া সরাতে গেলে কয়েকজন বিজেপি কর্মী এসে তার ওপর অতর্কিত হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেয় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, তাকে রক্তাক্ত অবস্থায় মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং এবং চিকিৎসা করানোর পরে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।
অপরদিকে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে ,পারিবারিক ঝামেলাকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে,এমনি অভিযোগ তুলেছে বিজেপি।
যদিও তৃনমূলের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে বিজেপি হামলার ঘটনা ঘটাচ্ছে