সাম্প্রতিক করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে উড়িষ্যার বালেশ্বরে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার চোদ্দ জন মারা গিয়েছে বলা হলেও আরো অনেকেই নিখোঁজ রয়েছে,যাদের হয়তো অনেকেই মারা গিয়েছে।
পাশাপাশি বহুজন আহত হয়ে বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছে। মৃত ও আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই পরিযায়ী শ্রমিক রয়েছে। ওই সংক্রান্ত ৯ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি আজ জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের নিকট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তুলে ধরা হয়।
দাবীগুলির মধ্যে অন্যতম হল- নিখোঁজ ব্যক্তিদের যথাযথভাবে তদন্ত করে শনাক্তকরণ, যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের উপযুক্ত চিকিৎসার সুবন্দোবস্ত, ভয়াবহ ওই দুর্ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি প্রদান প্রভৃতি। প্রতিনিধিদলে ছিলেন দলের জেলা কমিটির সদস্য মধুসূদন বেরা, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।
দলের জেলা মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, অতি সত্বর উপরোক্ত দাবিগুলি পূরণে প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেজন্য ওই স্মারকলিপি দেওয়া হয়েছে।