প্রদীপ কুমার সিংহ :- প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ভিডিও কলের মাধ্যমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক যুবক। মৃত যুবকের নাম রাকেশ মণ্ডল(১৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মিরপুর দৌলতপুর উলুবেরিয়া অঞ্চলে।
পরিবারের সূত্রে খবর এই যুবক পাশের পাড়ার একটি মেয়ের সঙ্গে প্রেম করে গত আড়াই তিন বছর ধরে। মাঝে মাঝে তাদের মধ্যে অশান্তি হতো। মেয়েটি মা তাদের সম্পর্ক মানতে চাইনি।শুক্রবার রাতে রাকেশ খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুতে যায়। তখন ভিডিও কলের মাধ্যমে প্রেমিকার সঙ্গে কথা বলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোক জানতে পারলে বারুইপুর থানায় খবর দেয়।
বারুইপুর থানা পুলিশ শনিবার সকালে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসে ও ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।
মৃতের দাদুর অভিযোগ,গতদিন রাতে খাওযার পরে নিজের ঘরে দরজা বন্ধ করে,প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে অশান্তি হয় তারপরেই আত্মঘাতি হয় রাকেশ,ওদের মধ্যে মাঝের মধ্যে একটু-আধটু অশান্তি চলতো।
মেয়েটি তার বন্ধু বান্ধবের কাছে বিষয়টি জানালে তারাই খবর দেয় রাকেশের পরিবারের সদস্যদের।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।