পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই নন্দীগ্রামে বড় ভাঙ্গনের মুখে বিজেপি।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে বিজেপিতে ফাটল ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে সোনাচুড়া এলাকার আদি বিজেপি নেতা বিজন দাস যোগ দিলো তৃণমূলে ।
তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন ব্যানার্জি বলেন ” বিজেপি আদর্শ থেকে যদি কেউ বিচ্যুতি হয়, কোন অসুবিধা নেই। একটা ছবি দেখেছি। এর থেকে বেশি কিছু মন্তব্য করব না “।
এই নিয়ে জেলা তৃণমূল সাংগঠনিক চেয়ারম্যান পীযুষ ভুঁইয়া বলেন, আমরা নন্দীগ্রামের আদি বিজেপি নেতা বিজন দাস কে সাথে পেয়েছি। তিনি তিনবার আদি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।২০০৯,১১,১৬ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।উনি তৃণমূল পরিবারের সদস্য হওয়াতে দল নন্দীগ্রামে আরো শক্তিশালী হবে। উনি ছাড়াও বহু আদি বিজেপি কর্মী সহ নব রাও যোগা যোগ করেছে। দেখতে থাকুন আগামী দিনে। দলের আদর্শ মেনে বিজন বাবুও কাজ করবেন ও দল কে শক্তিশালী করবে বলেই আশা।”
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বিজন দাস বলেন আত্মমর্যাদা হীন ভাবে, বিজেপির আগের নেতৃত্বরা ।
খুবই অসম্মানের সঙ্গে দলে থাকতে হচ্ছিলো। বিজেপি দলে এখন আদি বিজেপি নেতৃত্বদের তাড়িয়ে দিচ্ছে। এই দলের দখল নিতে শুভেন্দু অধিকারী অনুগামীরা আদি বিজেপি নেতৃত্বদের তাড়িয়ে দিচ্ছে ।
আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্যে তৃনমূলেএলাম । তৃণমূলে এখন কোন চাপ নেই এখন শুধু বিজেপিতে চাপ।
পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন। তিনি বলেন সনাতনে নাম নিয়ে ধর্মের সুরসুরানি দিয়ে বাংলা ভেদাভেদ সৃষ্টি লুপ্ত রাজ কায়েম করছে। শুভেন্দু অধিকারীর কারনে দুর্নীতি পরায়ণ কর্মীরা বিজেপি দখল করছে।