কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রতিভা অন্বেষণ কাপ এর আজ দ্বিতীয় সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হলো। যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ও ফুরি ফ্লেমস, টালিগঞ্জ।
সকালে টসে জিতে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। শিবম চক্রবর্তীর ৩৯ বলে ৫২ রানে নট আউট অনবদ্য ব্যাটিং দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৫৭ রান সংগ্রহ করে প্রত্ত্যুতরে ফুরি ফ্লেমস টালিগঞ্জ ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ৯০ রান সংগ্রহ ফলে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ৬৭ রানে জয় লাভ করে ফাইনাল খেলার ছাড়পত্র লাভ করে। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন কন্টাই ক্রিকেট কোচিং সেন্টারের শিবম চক্রবর্তী।
এই পুরস্কার তুলে দেন সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, ইমরান আলি খাঁন, কার্যকরী কমিটির সদস্য গোলকচন্দ্র বিশ্বাস দুই কোচ সুদীপ্ত সহিস ও সুমন রায়। আম্পায়ার রাজীব মাইতি ও আকাশ জানা। খেলায় অন লাইন স্কোরিং করেন অভয় রঞ্জন প্রধান ও সৌমদীপ মিশ্র।
সংস্থার ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা জানিয়েছেন আগামীকাল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে স্পিড অন, মেদিনীপুর ও কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার।