কেকা মিত্র :- পিয়ালী ড্যান্স ইনস্টিটিউশন’ আজ ঢাকুড়িয়ার ‘মধুসূদন মঞ্চ’-এ উৎযাপন করল তাদের দ্বিতীয় নৃত্যানুষ্ঠান।
কোলকাতার সা়ংস্কৃতিক জগতের অন্যতম পরিচিত মুখ অলোকানন্দা রায়, পণ্ডিত দেবজ্যোতি বোস, কৌশিক সেনগুপ্ত, রুমকি গাঙ্গুলি এবং ‘মধুসূদন মঞ্চ’-র প্রশাসনিক আধিকারিক সঞ্জয় চক্রবর্তী-র উপস্থিতিতে আজ সায়াহ্নে শুরু হয় নৃত্যানুষ্ঠান।
নিজের প্রারাম্ভিক নৃত্যের শেষে সংস্থার প্রতিষ্ঠাতা তথা নির্দেশক পিয়ালী মুখার্জী জানিয়েছেন, “প্রথম বছরের অনুষ্ঠান থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে আমরা এবার আয়োজন করেছি দ্বিতীয় বছরের বাৎসরিক নৃত্যানুষ্ঠান। শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ছাত্রছাত্রীদের পাশাপাশি আজকের অনুষ্ঠানে আমার ছাত্রছাত্রীদের বেশ কয়েকজন অভিভাবিকাকেও নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে।
আজকের অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি বাংলা লঘু সঙ্গীত ও হিন্দী গানের সুরের তালে আমার ১১০ জন ছাত্রছাত্রী নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করছে।”