রাজ্যের শাসক দল তৃনমূল অনেক পিছিয়ে,এগিয়ে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি।পঞ্চায়েত ভোটের দিনক্ষন ঘোষনা করেছে রাজ্য নির্বাচন কমিশন।শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র দাখিল।গত দুই দিনে মনোনয়ন পত্র দাখিলের নিরিখে রাজ্যের শাসক দলকে অনেক পেছনে ফেলে দিয়েছে বিজেপি।
রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩,৩১৭টি, পঞ্চায়েত সমিতি ৩৪১টি এবং জেলা পরিষদের সংখ্যা ২০টি। মোট ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। মোট ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪।
১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।কমিশন জানিয়েছে, শুক্র ও শনিবার— এই দু’দিন গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মনোনয়ন জমা পড়েছে মোট ১১,১২৮টি। এর মধ্যে বিজেপি একাই মনোনয়ন দিয়েছে ৪,৯০৩টি। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তারা এই দু’দিনে মনোনয়ন জমা করেছে ৪,২৪৯টি। তৃতীয় স্থানে কংগ্রেস, তারা ৭১৭টি মনোনয়ন জমা দিয়েছে। তিন বিরোধীর থেকে বহু পিছিয়ে শাসক দল তৃনমূলের তরফে মনোনয়ন জমা দিয়েছে মোট ৬৩৩টি।তৃণমূল সূত্রে খবর, আগামী সোমবার থেকে দলের তরফে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে।