Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এসইউসিআই-র মনোনয়ন ।।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তমলুক মহকুমার জেলা পরিষদের ৬ কেন্দ্রে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে মনোনয়নপত্র পেশ করা হয়।


দলের জেলা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান, তমলুক এসডিও অফিসে জেলা পরিষদের
পাঁশকুড়া/ জেড.পি.-১২ কেন্দ্রে প্রতিma অধিকারী ,কোলাঘাট/জেড.পি.-৭ কেন্দ্রে সুবল সামন্ত, শহীদ মাতঙ্গিনী/জেড.পি.-১ কেন্দ্রে শ্রাবণী বেরা, তমলুক/জেড.পি.-৬ কেন্দ্রে হাফেজা খাতুন বিবি,ময়না/জেড.পি.-১৫ কেন্দ্রে সমীরন প্রামানিক,নন্দকুমার /জেড.পি.-১৮ কেন্দ্রে ছবি(দাস)বাগ মনোনয়নপত্র জমা দেন।



অন্যদিকে হলদিয়া এস ডি ও অফিসে মহিষাদল/জেড.পি.-১৯ কেন্দ্রে চন্দন সাউ, মহিষাদল/জেড.পি-২০ কেন্দ্রে বিত্রা দাস, মহিষাদল/জেড.পি-২১ কেন্দ্রে ভক্তিপদ সামন্ত, হলদিয়া/জেড.পি.- ২৩ কেন্দ্রে শ্যাম সুন্দর দাস, সুতাহাটা/জেড.পি.-২৪ কেন্দ্রে সুরেখা সামন্ত, সুতাহাটা/জেড.পি./২৫ কেন্দ্রে নারায়ন প্রামাণিক নমিনেশন জমা দেন।
জেলায় জেলা পরিষদে মোট ১২ টি মনোনয়ন পত্র আজ জমা দেওয়া হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read