পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা চলছে।এর মধ্যেই রাজ্যের শাসক দল তৃনমূলকে ভগবানপুরে চাপে ফেললো বিজেপি।তৃনমূল সমর্থক কয়েকটি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করলো।
রবিবার ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির হাত ধরে তৃণমূলের জুখিয়া অঞ্চলের যুব সভাপতি সেখ রমজান আলী সহ ৫০টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিলো।
দলবদল করে সেখ রমজান আলীরা জানিয়েছেন নিজেদের এলাকা,রাজ্য ও কেন্দ্রে উন্নয়নের জোয়ার আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতেই তাঁরা বিজেপিতে যোগদান করেছেন।
ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন সংখ্যালঘুরাও তৃনমূলের চালাকি ধরে ফেলেছে।পঞ্চায়েতের নির্বাচনেই সেটা প্রকাশ পাবে
Author: ekhansangbad
Post Views: ১০১