কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ” প্রতিভা অন্বেষণ কাপ ” এর ফাইনাল খেলা শেষ হলো। যে দুটি দল অংশগ্রহণ করে স্পিড অন, মেদিনীপুর ও কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার।
সকালে টসে জিতে স্পিড অন ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহণ করে নিধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান করে। প্রত্ত্যুতরে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ২০ ওভারে ৫ উইকেটে ৯৫ রান করে। ফলে স্পিড অন মেদিনীপুর ৯ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন শিরপা লাভ করে। এবং রানার্স দল কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার।
ফাইনাল খেলার কচিকাঁচাদের হাড্ডহাডি লড়াই প্রচুর দর্শক অভিভাবক তারিয়ে তারিয়ে উপভোগ করেন।
চ্যাম্পিয়ন দলকে পরমেশ্বর মাইতি স্মৃতি ট্রফি এবং রানার্স দলকে মহারানী স্মৃতি ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় সৌনীল ঘোস, স্পিড অন, সেরা ব্যাটসম্যান পি উদয় হারসিদ, কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার, সেরা বোলার সৌনীল ঘোস, স্পিড অন, সেরা ফিল্ডার রিদ্ধমান সিং কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার সের উইকেটে কিপার রাজ গুপ্ত কবিরাজ, কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার, ফাইনালে ম্যান অফ দি ম্যাচ সৌনীল ঘোস, স্পিড অন।
খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ক্রীড়া সংস্থা সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত। উপস্থিত ছিলেন কারাগার মন্ত্রী অখিল গিরি, সিএবি প্রাক্তন সচিব কোলকাতার করপোরেশনের কাউন্সিলর বিশ্বরূপ দে, সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী, দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, ইমরান আলি খাঁন, ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা, কার্যকরী কমিটির সদস্য গোলকচন্দ্র বিশ্বাস।
সবাই কে অভিনন্দন জানান সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি