প্রকাশ্য দিবালোকে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে এক চোরকে ইলেক্ট্রিক পোস্টে বেঁধে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
জানা গেছে প্রতিদিনের মতো বুধবার দিন সকালে তমলুক শহরের হাসপাতাল মোড় বাসস্ট্যান্ডে মেছেদাগামী বাসে ওষুধের বাক্স তোলার জন্য এক ভ্যানচালক ওষুধগুলি নামিয়ে পাশের দোকানে চা খাচ্ছিল । হঠাৎই সেই সময় লক্ষ্য করে একজন দুটি ওষুধের বাক্স টোটোতে তুলছে। তাকে জিজ্ঞাসা করায় তিনি জানান ওই ওষুধগুলি মানিকতলা নিয়ে যাবে।
কে তাকে নিয়ে যেতে বলেছে সহ আরো কয়েকটি প্রশ্ন করায় সেই ব্যাক্তি টোটোতে চেপে পালানোর চেষ্টা করে।তৎক্ষণাত ভ্যানচালক ওই ব্যক্তিকে ধরে হাসপাতাল মোড়ে একটি পোস্টে বেঁধে রাখে। তবে ওই ব্যক্তির নাম ও ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি। এর আগেও এই হাসপাতাল মোড়ে ওষুধের বাক্স চুরির ঘটনা একাধিকবার ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ