Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। রূপালী ফসলের সন্ধানে সমুদ্রে নামার প্রস্তুতি মৎস্যজীবিদের ।।

বৃহস্পতিবার থেকে ব্যান পিরিয়ড কেটে যাবে। মৎস্যজীবীরা ইলিশের সন্ধানে কাল থেকেই ট্রলার লঞ্চে করে বেরোচ্ছেন সমুদ্রে।তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।লঞ্চ ট্রলারের সংস্কারের কাজ সহ চলছে জাল সারাইয়ের কাজ।

সরকারী নিয়ম মত মৎস্যজীবীদের ১৫ জুন থেকে সমুদ্র যাত্রা শুরু রূপোলী শস্য ইলিশের সন্ধানে। বুধবার শেষ হচ্ছে ৬১ দিনের মাছ না ধরার সরকারি নিষেধাজ্ঞা। দিঘা শংকরপুর মান্দারমনি পেটুয়াঘাট সহ উপকূলবর্তী মৎস্য বন্দর গুলোতে তাই চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।


মৎস্যজীবীরা জানালেন তারা দীর্ঘ দুমাস পর সমুদ্রে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।দিঘা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন বৃষ্টির আগমনে ইলশে গুড়ির বৃষ্টির সাথে সাথে এবার রূপলি শস্য দেখা যায় কিনা আশায় বুক বাঁধছে মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের সঠিক নিয়ম-কানুন মেনে সমুদ্রে যাওয়ার বার্তা দেন তিনি।
সরকারি নিয়ম কানুন মেনে মৎস্যজীবিদের সমুদ্রে মাছ ধরতে নামার বিশেষ বার্তা দেন জেলা সহ-মৎস্য অধিকর্তা সামুদ্রিক জয়ন্ত কুমার প্রধান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read