Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। নিট পরীক্ষায় মহিষাদলের জমজ ভাইয়ের নজর কাড়া সাফল্য ।।

তপন কুমার জানা :- বুধবার নিট পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে । এই ফলাফল- এর রেজাল্ট অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের জগন্নাথপুর গ্রামের যমজ দুই ভাই বাজিমাত করল।

যমজ দুই ভাইয়ের নাম চয়ন হুদাইত ও সায়ন হুদাইত । চয়ন ও সায়নের বাবা চন্দন হুদাইত । চন্দন বাবু পূর্ব মেদিনীপুর জেলার WBSEDCL দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত রয়েছেন। মা সুদেষ্ণা হুদাইত তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড জেলা হাসপাতালের S.N.C.U বিভাগের সিনিয়ার নার্স। যমজ দুই ভাই পঞ্চম শ্রেণি হইতে দশম শ্রেণি পর্যন্ত মহিষাদলের দিশারী পাবলিক স্কুলে পড়াশোনা করেছে। রাজস্থানের C.B.S.E স্কুল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেছে। ওই স্কুল থেকেই দুজনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়।

অল ইন্ডিয়া নিট পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে চয়ন পেয়েছে ৬৯০ এবং সায়ন পেয়েছে ৬৬৪ নম্বর। অল ইন্ডিয়া র‍্যাঙ্ক – এ চয়ন ৬৭৯ এবং সায়ন পেয়েছে ৩,৯৪৬ ।

যমজ দুই সন্তানের নিট পরীক্ষার অল ইন্ডিয়া র‍্যাংকের ফলাফলের খবর পেয়ে বাবা-মা খুবই খুশি এবং আনন্দিত। চয়ন ও সায়নের নেট পরীক্ষার রেজাল্ট এর খবর পেয়ে স্কুলের শিক্ষক -শিক্ষিকারা খুবই গর্বিত।

চয়ন ও সায়ন – এর মা সুদেষ্ণা হুদাইত জানিয়েছেন , ওদের দিদি শ্রীজিতা হায়দরাবাদ -এর একটি মেডিকেল কলেজে এমবিবিএস-এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read