পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুলের জেরে মন্ত্রীত্ব খোয়ালেন মানস ভুঞ্যা।তবে শুধু খাদিকুল নয়,বজবজ-সহ
একাধিক জায়গায় বাজি কারখানায় বড়সড় বিস্ফোরণ, মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়তি বাজি কীভাবে মজুত ছিল, তা
নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এই নিয়ে সোচ্চার হয়েছে । রাজ্য জুড়ে চলা সমালোচনার মাঝেই বৃহস্পতিবার নবান্ন
থেকে বিজ্ঞপ্তি জারি করে মানস ভুঞ্যার হাত থেকে পরিবেশ মন্ত্রকের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে দেওয়ার কথা
জানানো হয়েছে।
রাজ্যের শাসক দলের বর্ষীয়ান বিধায়ক মানস ভুঁইঞা জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন সেই সাথে সবংয়ের
বিধায়ক গত বছর পরিবেশ দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন । এবার পঞ্চায়েত ভোটের আগে পরিবেশ দপ্তর বাদ পড়ল তাঁর হাত থেকে।
আপাতত তাঁকে শুধুমাত্র সামলাতে হবে জলসম্পদ উন্নয়ন দপ্তরটি।
প্রসঙ্গত কী কারণে আচমকা এই রদবদল, সে বিষয়ে কিছুই জানা যায়নি নবান্ন।তবে ওয়াকিমহলের ধারনা খাদিকুল সহ অন্যান্য এলাকায়
গত কয়েক মাসে বারবার বাজী কারখানায় বিস্ফোরন এবং তার জেরে মৃত্যু-আহত হওয়ার ঘটনার জেরেই পরিবেশ মন্ত্রক হাতছাড়া হল
মানস ভুঞ্যার