অগ্নিগর্ভ মণিপুরে এবার হামলা চলল কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে।কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের বাড়ি কোঙ্গবা এলাকায়।বৃহস্পতিবার রাতে সেই বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা।
সুত্রের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে তাণ্ডব চালায় অন্তত ১ হাজার দুষ্কৃতী। নিরাপত্তারক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও দুষ্কৃতীদের আটকানো যায়নি। চারদিক থেকে পেট্রল বোমা ছোঁড়ে তারা। দাউদাউ করে আগুন ধরে যায় মন্ত্রীর বাসভবনে। যদিও ঘটনার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে।
উপজাতি কুকি ও মেতেইদের সংঘর্ষের জেরে গত দু’মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। রাজধানী ইম্ফল থেকে শুরু করে নানা এলাকায় হিংসার বলি হয়েছেন বহু মানুষ।
Author: ekhansangbad
Post Views: ১৪৭