Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। রামগোবিন্দের বিরুদ্ধে প্রার্থী পেল না বিরোধীরা।।

গত বিধানসভা নির্বাচনে ভোট গ্রহনের দিন সাবাজপুটে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীর সাথে বিবাদে
জড়িয়ে পড়েছিলেন তৃনমূল নেতা রামগোবিন্দ দাস। সেই ঘটনার পর থেকে বিজেপি তথা অধিকারীদের নেকনজরে আছেন এই তৃনমূল নেতা।তার পরেও রামগোবিন্দ দাসের
বিরুদ্ধে প্রার্থী দিতে পারলোনা বিজেপি।শুধু বিজেপি নয়,সিপিএম-কংগ্রেস-এসইউসির মত কোন রাজনৈতিক দল এমন কি নির্দল হিসাবেও কোন প্রার্থী মনোনয়ন দাখিল করলো।
ফলে কাঁথি ১ ব্লকের সাবাজপুট পঞ্চায়েতের কুলাইপদিমা গ্রাম সংসদ থেকে বিনা নির্বাচনেই জয়ী হলেন রামগোবিন্দ দাস।


পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের সাবাজপুট পঞ্চায়েতের কুলাইপদিমা গ্রাম সংসদ থেকে নির্বাচিত হয়েছেন রামগোবিন্দ দাস।এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃনমূলের
প্রাক্তন কাঁথি ১ ব্লক সভাপতি রামগোবিন্দ দাস জানিয়েছেন তাঁর বুথের ২২৫টি পরিবারের সাথে তাঁর নিত্যদিনের ওঠাবসা।তাদের সুখ দুঃখের সাথী তিনি।তাই শুভেন্দু অধিকারীরা হাজার চেষ্টা করেও এই মানুষদের তার বিরুদ্ধে নিয়ে যেতে পারেনি।দলের নির্দেশ মেনে আগামী দিনেও এলাকার উন্নয়ন করে যাওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন তিনি

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read