রাজ্যের বিভিন্ন প্রান্তের মত পূর্ব মেদিনীপুর জেলাতেও বহু আসনে বিনা নির্বাচনে জয়ী শাসক দল তৃনমূল।খোদ নন্দীগ্রামের কয়েকটি আসনে প্রার্থী দিতে পারলোনা বিজেপি। শুধু বিজেপি নয় সিপিএম-কংগ্রেসের মত অন্যান্য বিরোধী দল গুলিও প্রার্থী দিতে পারেনি।
নন্দীগ্রাম গত ২০০৭ সাল থেকেই রাজ্য রাজনীতির চর্চিত নাম।সেই বিধানসভা থেকে জয়ী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আর তার বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর গ্রাম-পঞ্চায়েতের ২২৯, ২৩৪ ও ২২৮ নম্বর গ্রামসভা আসনে প্রার্থী দিতে পারলোনা বিজেপি।
এর পাশাপাশি গত বিধানসভা নির্বাচন থেকে বিজেপির গড় বলে পরিচিত ময়নায় কয়েকটি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি।
জানা গেছে ময়না ব্লকের তিলখোজা গ্রাম-পঞ্চায়েতের ৩৯ নম্বর আসনে মনোনয়ন জমা করেছেন তৃণমূল প্রার্থী রেহানা বেগম। তাঁর ডানে কিংবা বামে আর কোনও প্রার্থী নেই। প্রার্থী নেই এগরার কয়েকটি আসনেও