নতুন করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় । বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙ্গচুর,তাদের লক্ষ্য করে বোমাবাজী করার
উভিযোগ উঠলো শাসক দল তৃনমূলের বিরুদ্ধে।পুলিশ সব দেখেও কোন ব্যাবস্থা গ্রহন করছেনা বলে অভিযোগ বিজেপির।যদিও তৃনমূল তাঁদের
বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপির অভিযোগ তাঁদের দলের সমর্থক মিঠু রানী দাস বর্মন চাবুকিয়া বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফেয়ার সময়ে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতে নিমতলার কাছে
তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করে তৃনমূলের দুষ্কৃতী বাহিনী। আনুমানিক ৫৫ বছর বয়সী এই মহিলা বোমের আঘাতে গুরুত্বর আহত।তাঁকে
আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিজেপি সমর্থকেরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ।আরো অভিযোগ তৃনমূলের ব্যাপক বোমাবাজীর জেরে
পুলিশ কর্মীরাও বাঁচার তাগিদে প্রাণভয়ে বিজেপির গোবরাদন হামুরুদ্দিন চক পার্টি অফিসের সামনে আশ্রয় নেয়।এই স্ময়ে হামলাকারীরা কয়েকটি দোকান ভাঙ্গচুর
করে বলেও অভিযোগ।