এক্তারপুর সারস্বত সংঘের সাংস্কৃতিক মঞ্চে প্রকাশিত হলো বঙ্গীয় সুজান সাহিত্য সংসদের সুজান পত্রিকা৷
অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন কবি অজিতকুমার জানা৷ প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক কবি অমৃত মাইতি৷
উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাসকার ও কবি মন্মথনাথ দাস, সুশীল রঞ্জন মাইতি, অশোককুমার দাস, যুগল কিশোর মন্ডল,
সমরেশ সুবোধ পড়িয়া, অনিল কুমার সাহু, সহস্রাংশু দাস, অমলেন্দু পাল, ভূপাল কুমার মাইতি, দেবাশিস গীরগোস্বামী,
শংকর নারায়ণ মন্ডল প্রমুখ
আজকে আন্তর্জাতিক মরুকরণ প্রতিরোধে দিবসে নানান ব্যবস্থা সহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট অতিথিগণ৷
এই প্রচন্ড গরমের বৈকালিক অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ, গল্পপাঠ ও বক্তব্যে সাহিত্যবাসর বেশ জমজমাট হয়ে উঠে৷ সুজান পত্রিকার
সম্পাদক কেশবচন্দ্র প্রধান ও সভাপতি অজিতকুমার জানা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা
করেন বিশিষ্ট কবি গৌরচাঁদ পাত্র ৷