প্রদীপ কুমার সিংহ :- ডিভোর্স নয়, সংসার করতে চাই এই দাবীতে শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসলো এক গৄহবধু ৷ ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
পাটুলীর বাসিন্দা পাপিয়া বিশ্বাসের সাথে দেখাশোনা করেই গত ২০২০ সালে বিয়ে হয় নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার গোড়াগাছা এলাকার বাসিন্দা অরবিন্দ নস্করের ৷ বিয়ের পর থেকে মাঝে মধ্যেই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকত পাপিয়া ৷ একটি কাজের সুত্রে বেশ কয়েক মাস হলদিয়াতেও থাকে ৷
স্বামী তার সাথে কোনও যোগাযোগ রাখত না বলে অভিযোগ ৷ বিষয়টি শ্বশুরবাড়ির অন্যান্যদের জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে গৄহবধুর দাবী ৷এই গৃহবধূর আরো দাবি সংসার করতে চেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশেরও দারস্থ হয়েছেন ৷কিন্তু তাঁর স্বামী কোন যোগাযোগ রাখেন না বলে অভিযোগ
এরপরেই গতকাল থেকেই শ্বশুরবাড়ির দরজার সামনে ধর্নায় বসেছেন তিনি ৷ যদিও বাড়ি বর্তমানে তালাবন্ধ ৷ পাপিয়ার অভিযোগ ডিভোর্সের জন্যে জোর করে তাকে একটি কাগজে সাইনও করিয়ে নেওয়া হয় ৷ দীর্ঘদিন শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ না রেখে তিনি ভুল করেছেন বলেও জানান পাপিয়া ৷ তার শ্বাশুড়ি তার উপর অত্যাচার করত বলেও অভিযোগ করেন তিনি ৷ এমনকি তাকে মেরে ফেলারও চেষ্টা করা হয় ৷
গৄহবধুর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে ৷