দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর পূর্ব বিধানসভায় অঞ্চলের জয়নগর থানার অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামে দক্ষিণ ব্যানার্জিচকের ২৫৩ নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থীকে সাদা থান আর সাদা ফুলের মালা পাঠানোর অভিযোগ উঠেছিলো রাজ্যের সাসক দল তৃনমূলের বিরুদ্ধে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো সারা রাজ্যে।তার রেশ কাটতে না কাটতে এবার দক্ষিনকাঁথি বিধানসভা কেন্দ্রের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের এক মহিলা বিজেপি প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করার চাপ দিতে তার বাড়িতে রাতের অন্ধকারে হুমকি ভরা চিঠি, রজনীগন্ধা
ফুলের মালা, মিষ্টি ও সাদা থান রেখে আসার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল।
কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নং বুথ কৃষ্ণ-খয়রাতিবাড় গ্রামে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে নীলিমা দত্ত। তৃণমূলের প্রার্থী
হিসেবে মনোনয়ন করেছেন উজ্জ্বলা পাল। বিজেপি প্রার্থীর অভিযোগ তারা সোমবার রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা বাড়ির সামনে সাদা থান, রজনীগন্ধার মালা ও মিষ্টির প্যাকেট
রেখে দিয়ে গেছে। মঙ্গলবার সকালে বিজেপি প্রার্থী নীলিমা দত্ত ও তার পরিবার ঘুম থেকে উঠে
দেখে বাড়ির সামনে সাদা থান, রজনীগন্ধার মালা ও মিষ্টির প্যাকেট রাখা আছে। পাশাপাশি একটি চিরকুটে লেখা আছে, “তোর স্বামীর ভালো চাস ্তো সরে যা”।ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে
এলাকায়