ইন্দ্রজিৎ আইচ :- ভিআইপি শ্রীভূমি স্পোটিং ক্লাবের দুর্গা পুজো মানেই মহা সমারোহে এক অসাধারণ পুজো। আজ রথ এর দিন খুঁটি পুজোর মাধ্যমে শ্রীভূমির দুর্গা উৎসবের শুভ সূচনা হলো।
সকাল থেকে মন্ত্র উচ্চারণ , পুজো পার্বণ সহ অনেক উপচার মেনে খুঁটি পুজো সম্পন্ন হলো। এইদিন উপস্থিত ছিলেন শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজোর মূল উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী
ও বিধায়ক সুজিত বসু, অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেত্রী ঐন্দ্রিলা, চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায়, বিধাননগর সল্টলেক – নিউ টাউন এর মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ আরো অনেক ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। এই খুঁটিপুজো ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতন।
মন্ত্রী সুজিত বসু বলেন এবারও আমাদের মণ্ডপ সজ্জায় নতুন চমক থাকছে। এবার আমাদের মণ্ডপের থিম ” ডিজনীল্যান্ড “।
মণ্ডপে সুসজ্জিত আলোর রোশনাই তে সকল দর্শনারথীদের
চোখে নজর কাড়বে এবারের পুজো। আজ এই খুঁটি পুজোর
পাশাপাশি মন্ত্রী সুজিত বসু একটি অ্যাম্বুলেন্স ও উদ্বোধন করেন এলাকার উন্নয়নের জন্য।