ইন্দ্রজিৎ আইচ :- প্রয়াত সনাতন দাস বাউল ছিলেন বাউল সম্রাট। তিনি দীর্ঘ সময় দেশ ও বিদেশে বাউল গানের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। তার সবসময় এর ছায়াসঙ্গী ছিলেন আন্তর্জাতিক
বাউল শিল্পী পার্বতী দাস বাউল। সম্প্রতি আই সি সি আর হলে দেখানো হলো প্রয়াত সনাতন দাস বাউল এর ওপর একটি ৪৫ মিনিটের তথ্যচিত্র। যেখানে সনাতন দাস বাউল
এর জন্ম থেকে মৃত্যু তার জীবন দর্শন সব কিছু দেখানো হয়েছে।
এর পাশাপাশি তার লেখা বই বাউল প্রেমিক ” বইটি র চতুর্থ বার ছাপা হয়ে প্রকাশিত হলো।এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি, অভিনেতা ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় , প্রচেত গুপ্ত, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অজন্তা রায় চৌধুরী, বিশ্বনাথ দাস বাউল,
প্রণতি ঠাকুর, অভিনেত্রী রিতা দত্ত চক্রবর্তী সহ আরো অনেকে। সকলেই সনাতন দাস বাউল এর ব্যাবহার, তার গান ও তার লেখার খুব প্রশংসা করেন।
সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পার্বতী দাস বাউল ।