পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট অডিটোরিয়ামে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যোগা দিবস অনুষ্ঠিত হলো। সকালে বন্দরের কর্মীরা যোগার বিভিন্ন রকম শারীরিক কসরত করে দেখালো। প্রায় একশ অধিক কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
যোগা ব্যায়ামের পাশাপাশি এক যোগার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা , বন্দরের জেনারেল ম্যানেজার পি কে দাস প্রমূখ ।
অনুষ্ঠানের শেষে বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা বলেন,যোগ ব্যায়াম আমাদের ভারতীয় সংস্কৃতিতে যুগে যুগে ছিল। যোগ ব্যায়ামের বহু উপকারিতা রয়েছে। অতীতে বহু ব্যায়াম সমিতি দেখা যেত। বর্তমানে সেগুলি আর দেখা যায় না।
Author: ekhansangbad
Post Views: ৯৭