হেঁড়িয়া পতঞ্জলি যোগপীঠের ব্যবস্থাপনায় উজান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় বুধবার আন্তর্জাতিক যোগ দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
নন্দীগ্রাম ব্লাড ব্যাঙ্ক এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করে।
উজান ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক অরিজিৎ কামিলা জানান সাধারন মানুষের চিকিৎস্যায় যাতে কোন সমস্যা না হয় তাই বছরে কম করে ১৩টা রক্তদান শিবিরের
আয়োজন করা তাঁর শিবিরের লক্ষ্য। এবছর এখনো পর্যন্ত ছয়টি রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছেন তাঁরা।
আয়োজকদের থেকে জানা গেছে প্রথম পর্বে ভোর পাঁচটা থেকে সকাল সাতটা তিরিশ পর্যন্ত যোগ প্রাণায়াম হয় এবং দ্বিতীয় পর্বে সকাল এগারোটায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।
উজানের সদস্য সদস্যার পাশাপাশি এদিনেরশিবিরে উপস্থিত ছিলেন যোগ প্রশিক্ষক পিনাকী মিশ্র ,নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধানও পতঞ্জলি আরোগ্য কেন্দ্র পরিবারের সদস্য সদস্যারা।
পতঞ্জলি আরোগ্য কেন্দ্রের কর্ণধার প্রতীম কুমার সেন জানান
আমরা বরাবরই চেয়েছি মানুষ প্রাত্যহিক জীবনে যোগকে যুক্ত করতে এবং সেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখতে ।এদিনের শিবিরের মাধ্যমেও সেই বার্তা ছড়িয়ে দেওয়া হল