Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ভোট পেতে টাকা বিলাচ্ছে তৃনমূল,অভিযোগে রাস্তা ঘিরলো বিজেপি ।।।

এবার তৃনমূলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুললো বিজেপি।ভোটারদের প্রভাবিত করতে তাদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, এমন অভিযোগ
তুলে চুঁচুড়ায় জি টি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মিদের।

বিজেপি নেতা সুরেশ সাউয়ের অভিযোগ ১১৯ নং বুথে তৃণমূল বেশ কিছু এলাকায় গরীব ভোটারদের টাকা প্রলোভন দেখিয়ে অথবা তাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার নাম করে
টাকা দিচ্ছে। পরে আমরা যখন অ্যাকাউন্ট চেক করি তাদের এমন কোন সরকারি টাকা তাদের একাউন্টে ঢোকেনি। এটা শুধু ভোট কেনার জন্য মানুষকে প্রভাবিত করা হচ্ছে।
গত ৪৮ ঘন্টা আগে নির্বাচন কমিশনের হাতে সমস্ত তথ্য তুলে দিয়ে এর ব্যবস্থা নিতে বলেছিলাম। এমন কি বলা হয়েছিল ওই ভূতের যিনি প্রার্থী তৃণমূলের তিনি নির্বাচন বিধি ভেঙেছেন,
ফলে তার প্রতি কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি তাই আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। ওই প্রার্থীর যদি মনোনয়ন পত্র বাতিল না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো।

কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ বিজেপির।ভোটারদের একাউন্টে টাকা পাঠানো হচ্ছে বার্ধক্য ভাতা নাম করে,
চুঁচুড়া-মগরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।কোদালিয়ার নলডাঙায় জিটি রোডে বসে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করে।কিছুক্ষণ অবরোধ চলার পর ব্যান্ডেল
ফাঁড়ির পুলিশ গিয়ে বিক্ষোভ ও অবরোধ তুলে দেয়।

⭕আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন👇

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://youtube.com/@ekhansangbad5105

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read