Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কেন্দ্রীয় বাহিনীর দাবি এখনই পুরন করতে পারছেনা কেন্দ্র ।।

হাই কোর্টের নির্দেশে আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন,বৃহস্পতিবারই কেন্দ্রের কাছে আরো ৮০০ কোম্পানি কেন্দ্রীয়
বাহিনী চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।তবে এখনই পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে একসঙ্গে ৮২২ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগে
২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি
জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

একসঙ্গে কেন ৮০০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে না অমিত শাহের মন্ত্রক, তা নিয়ে প্রশ্ন উঠছে। জল্পনা ছড়াচ্ছে, তা হলে কি পঞ্চায়েত ভোট একাধিক দফায় করার
‘চাপ’ দিতেই একসঙ্গে সব বাহিনী মোতায়েন করছে না কেন্দ্র? শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানিয়েছে ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র
বাহিনী। এর মধ্যে রয়েছে CRPF ৫০ কোম্পানি, BSF ৬০ কোম্পানি ,ITBP ২০ কোম্পানি , SSB ২৫ কোম্পানি ,RPF ২০ কোম্পানি এবং CISF ১৫ কোম্পানি। এর
বাইরে ১২টি রাজ্য থেকে স্পেশ্যাল আর্মড ফোর্স আসছে আরও ১১৫ কোম্পানি।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে প্রথম থেকেই সরব বিরোধীরা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাণহানি, রক্তপাত, বোমাবাজি,
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই আবহে রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://youtube.com/@ekhansangbad5105

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read