পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের অমর্ষিতে বাড়ি বাড়ি প্রচার করলো কংগ্রেস।দলের পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের নেতৃত্বে এই প্রচার অভিযান চালানো হয়।দলের জেলা সভাপপ্তির সাথে জেলা পরিষদ আসনের প্রার্থী আসরাফুল বেগ, স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রার্থী সেক সানোয়ার প্রমুখরা ছিলেন।
কংগ্রসের তরফে জানান্নো হয়েছে এই অভিযানে যোগ গিয়ে দলের জেলা সভাপতি মানস করমহাপাত্র তৃণমূলের সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাস এবং বিজেপির সাম্প্রদায়িক ও বিদ্বেষ মূলক রাজনীতির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার জন্য আবেদন করেন।
আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন 👇
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
https://youtube.com/@ekhansangbad5105
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫