Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। পটাশপুরে জাতীয় কংগ্রেসের বাড়ি বাড়ি প্রচার ।।

পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের অমর্ষিতে বাড়ি বাড়ি প্রচার করলো কংগ্রেস।দলের পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের নেতৃত্বে এই প্রচার অভিযান চালানো হয়।দলের জেলা সভাপপ্তির সাথে জেলা পরিষদ আসনের প্রার্থী আসরাফুল বেগ, স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রার্থী সেক সানোয়ার প্রমুখরা ছিলেন।

কংগ্রসের তরফে জানান্নো হয়েছে এই অভিযানে যোগ গিয়ে দলের জেলা সভাপতি মানস করমহাপাত্র তৃণমূলের সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাস এবং বিজেপির সাম্প্রদায়িক ও বিদ্বেষ মূলক রাজনীতির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার জন‍্য আবেদন করেন।

আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন 👇

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://youtube.com/@ekhansangbad5105

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read