মেছেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এবং সহযোগী সংস্থা বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির পক্ষ থেকে আজ বিদ্যাসাগর স্মৃতিভবনের অডিটোরিয়ামে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রযুক্তিবিদ নৃপেন্দ্র নাথ রায়। এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শান্তিপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উর্ত্তীন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রারম্ভিক প্রতিবেদন পেশ করেন, অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক হেয়াতুল হোসেন। ছাত্র-ছাত্রীদের
গোলাপ ফুল ও বিদ্যাসাগরের স্মারক এবং মহামানব বিদ্যাসাগর বইটি দেওয়া হয়।
ওই অনুষ্ঠানে শহীদ মাতঙ্গিনী ব্লকের ১৮ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সাম্মানিক অর্থ সাহায্য ও ‘অনন্য দেশনায়ক’ বই দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন
অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র।