শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের পাঁচরোল অঞ্চলে তৃনমূলের একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন এগরা ১ নং ব্লক তৃনমূলের সভাপতি বিজন বিহারী সাহু, পাঁচরোল অঞ্চল তৃণমূলের সভাপতি অশোক দাস, অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি শেখ মুক্তাজুল, দলের ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী মানসী দে। এই সভা থেকে দলের নির্দেশ না মেনে নির্দল প্রার্থী হিসেবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য দুই নির্দল প্রার্থীকে বহিষ্কার করলো ১ নং ব্লক তৃনমূলের সভাপতি বিজন বিহারী সাহু। বহিষ্কার করা হয় পাঁচরোল দক্ষিণ বুথের সদস্য শঙ্কর মিশ্র ও অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্ব আশীষ মহাপাত্র।
Author: ekhansangbad
Post Views: ১৩১