বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি এর জেরে ওড়িশা ও বাংলার উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার জেরে রবি ও সোমবার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে
যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণে উপকূল ঘেঁষা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে
বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। নিম্নচাপের কারণে উপকূলে সতর্কতাও জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে। তার জেরেই নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।ইতিমধ্যেই
মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে কয়েক জেলায়। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের দুই তাপমাত্রাই কমতে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
আগামী তিনদিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।