পঞ্চায়েত নির্বাচনে সকলের নজরে শ্যামরাইবাড় গ্রামসভা।সকলের নজরে কারন এই বুথে লড়াই করছে দুই ভাই। সহোদর নয়।কাকাতো ও জ্যাঠতুতো দুই ভাইয়ের মুখোমুখি লড়াইকে
কেন্দ্র করে সরগরমপূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের এই শ্যামরাইবাড় গ্রামসভা।তৃণমূলের প্রার্থী হয়েছেন পীযূষকান্তি ভুঁইয়া। আর বিজেপির প্রার্থী হয়েছেন
তাঁরই কাকার ছেলে দিলীপ ভুঁইয়া।
২০১৩ সালে সোশ্যালিস্ট পার্টি থেকে জয়ী হয়ে পঞ্চায়েত সদস্য হয়েছিলেন পীযূষ। পরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৮ সালে তাঁর স্ত্রী সুস্মিতা ভুঁইয়া তৃণমূল থেকে জয়ী হয়ে সদস্যা হন।
তবে এবার সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন পীযূষ। অন্যদিকে দিলীপ এই প্রথম পঞ্চায়েত স্তরে ভোটের আসরে নামলেন।রাজনীতির ঠোকাঠুকি কি পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে? এই
প্রশ্নের জবাবে দু’জনেই বলেন, মোটেও নয়। আমাদের দু’জনের সম্পর্ক বেশ ভালো। নিজেদের মধ্যে কোনও সমস্যা নেই। ভোট ভোটের জায়গায়। সম্পর্ক সম্পর্কের জায়গায়। ভোট
ফুরোলেই আমরা দুই ভাই।
দুই ভাই ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। মানুষের কাছে তৃণমূল প্রার্থী পীযূষ বলছেন তৃণমূল শাসিত সরকারের আমলে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিজেপি শাসিত সরকারের জনবিরোধী নীতির কথা। আর দিলীপের ভরসা মোদি ম্যাজিক। তিনি তৃণমূলের
আমলে অপশাসন, অনিয়ম এবং কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরছেন। রাজনীতির ময়দানে একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে
নারাজ। শেষ পর্যন্ত বিজয়ীর হাসি কে হাসবেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন শ্যামরাইবাড় এলাকার মানুষ।