প্রদীপ কুমার মাইতি :- তৃণমুল মানেই চোর, যেখানেই ভোটে দাঁড়াবে, সেখানেই হারবে। অর সেই চোরদের সঙ্গ দিচ্ছে সিপিআইএম। রবিবার জঙ্গলমহলের শালবনীতে বিজেপি কর্মী সমর্থকদের ভোট
প্রচারে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পাটনায় বিরোধীরা যা করেছে, কেন্দ্রে মোদী না থাকলে সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়,
সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধীর পায়ে পড়েছে। সিপিআইএম কে ভোট দেওয়া মানে তৃণমুলকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির তদন্ত বন্ধ হওয়া। তৃণমূল কংগ্রেস কোন সাংবিধানিক
বডিকে মানে না। যখনই তৃণমুলের পছন্দ হবে, তখনই রাজ্যপাল মহান আর যখনই অপছন্দ হবে তখনই বিষ নজরে থাকবে। শুভেন্দু অধিকারী যখন ওদের পার্টিতে ছিল, তখন সাদা ছিল, যখন পার্টি
থেকে বেরিয়ে গেছে, তখন শুভেন্দু অধিকারী কালো হয়ে গেছে। তৃনমূলের নব জোয়ারকে ঘোড়ার ডিমের জন জোয়ার আক্ষা শুভেন্দু অধিকারীর। ওটা হচ্ছে তিহার যাত্রা। দেশের আর কোথাও
দুর্ঘটনা হচ্ছে না শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার লোকেরা এর সাথে জড়িত কিনা রেলের এটা তদন্ত করে দেখা উচিত।
আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন👇
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
https://youtube.com/@ekhansangbad5105
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫