দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ।অভিযোগ পটাশপুর দুই ব্লকের আড়গোল গ্রাম পঞ্চায়েতের জবদা এলাকায় বিজেপি কর্মীরা দলীয় পতাকা
লাগানোর সময় অতর্কিতভাবে
বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।তারা বিজেপি কর্মীদের ওপর চড়া হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত দুই বিজেপি কর্মী সমর্থক। অলোক ভূঁইয়া নামে
এক বিজেপি কর্মী সমর্থক তিনি । জানা গেছে একজন বিজেপি কর্মী চোখে গুরুতর আঘাত পেয়েছেন।
তৃনমূল দাবি করেছে নিজেদের মধ্যে হওয়া লড়াইকে রাজনীতির রঙ দিতে চাইছে বিজেপি।বিজেপির পুরানো আর নতুনের দ্বন্ধের জেরেই এই ঘটনা
এদিন এগরায় হাসপাতালে ভর্তি থাকা আহত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে আসেন বিজেপির কাঁথি জেলার সহ -সভাপতি অসীম মিশ্র। তিনি জানিয়েছেন, পঞ্চায়েত
নির্বাচনে হারের আতঙ্কে ভুগছে তৃণমূল। মানুষ রাস্তাঘাটে তৃণমূলকে চোর চোর বলে তাড়াচ্ছে, সেই আতঙ্কে পটাশপুরের আড়গোয়ালে আমাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল।
আমরা পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটা ইঞ্চি তৃণমূলকে বুঝিয়ে দেব। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পটাশপুর থানার পুলিশ অপরাধীদের মদত দিচ্ছে বলে
অভিযোগ বিজেপির।
আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন 👇
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
https://youtube.com/@ekhansangbad5105
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫