পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামেও বিরোধী দল গুলিতে ভাঙ্গন অব্যাহত।রবিবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল । আমদাবাদ ১ পঞ্চায়েতে তৃনমূলের জনসভাতে।প্রবল বর্ষা উপেক্ষা করে সভা হল।সভায় কুনাল ছাড়াও তৃনমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পূযুষ ভুঞ্যা,ব্লক সভাপতি অরুনাভ ভুঞ্যা প্রমুখ তৃনমূল নেতারা ছিলেন।
সভা থেকে দলের বিক্ষুব্ধদের বার্তা দিয়েছেন কুনাল ঘোষ।বলেন একটা আসনে তো দল আর দুই তিন জন করে প্রেয়ার্থী দিতে পারবেনা।তাই যারা টিকিট পায়নি ভোটের পর তাঁদের কি ভাবে সম্মান দেওয়া যায় দেখা হবে।কিন্তু ল্রাই করতে হবে জোট বদ্ধ ভাবেই।
সভার শুরু থেকেই এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমন সানিয়ে গেলেন কুনাল।তৃনমূলের রাজ্য সম্পাদকের দাবি বিজেপিতে দুটো গ্রুপ একটা আদি গ্রুপ আর একটা সিবিআই-ইডির হাত থেকে বাঁচার জন্যে বিজেপি ।শুভেন্দু অধিকারীরা শেষের গ্রুপে পড়ে। নিজেদের পরিবারের স্বার্থে-রাজ্যের সকল মানুষের স্বার্থে এদের ছুঁড়ে ফেলে দিতে হবে।কারন শুভেন্দু অধিকারীর মত কিছু দুর্নীতিবাজ-চোর-ধান্দাবাজেরা বিজেপিকে দখল করে নিয়েছে।এরা নিজেদের স্বার্থেই মানুষকে ভুল বোঝাচ্ছে।
পঞ্চায়েত নির্বাচন থেকেই এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।