পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হল। রবিবার বিকেল থেকে শুরু হল এই রুট মার্চ।
তমলুকের এসডিপিও সাকিব আহমেদের নেতৃত্বে রুটমার্চ হয় বাকচা এলাকার বিভিন্ন গ্রামে । সাধারণ মানুষের সাথে কথা বলেন পুলিশ। এলাকার পরিস্থিতি সম্বন্ধে জানেন তারা।
২০১৮ পঞ্চায়েতের নির্বাচনের পর থেকে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা বারে বারে শিরোনামে উঠে এসেছে। গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ হয়েছে
এই বাকচা গ্রামে। পুলিশের সঙ্গে ও সংঘর্ষ হয়েছে বারে বারে।
আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
https://youtube.com/@ekhansangbad5105
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫
Author: ekhansangbad
Post Views: ১৬২