Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। লক্ষ লক্ষ টাকার কই ভোলা মাছ দিঘার মোহনায় ।।

প্রদীপ কুমার মাইতি :- দেখা নেই ইলিশের।তবে সমুদ্রে মতস্যজীদের জালে ধরা পড়ছে লক্ষ লক্ষ টাকার কই ভোলা মাছ।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার মোহনায় এশিয়ার সর্ব বৃহৎ মাছের আড়তে এলো কয়েক লক্ষ টাকার কই ভোলা মাছ। যা দেখার জন্য সাধারণ মানুষ থেকে পর্যটকরা রীতিমতো ভিড় জমিয়েছেন দিঘা মোহনায়। গত সোমবার কয়েক লক্ষ টাকার
তেলিয়া ভোলা মাছ উঠেছিল। মঙ্গলবার উঠলো কই ভোলা মাছ। এই ধরনের মাছ খুবই দামি হয়ে থাকে। মৎস্য শিকারের মরসুমের শুরুতে লাভের মুখ দেখছে মৎস্যজীবীরা। ইলশে গুড়ি বৃষ্টি শুরু হলেও তেমন পরিমাণে দেখা যাচ্ছে না ইলিশ।রসনা প্রিয় বাঙ্গালীর রসনা তৃপ্ত না হলেও খুশী মৎস্যজীবি আর ব্যাবসায়ীরা।কারন তেলিয়া ভোলা
ও কই ভোলা মাছ সাধারণত বিদেশে রপ্তানি হয়ে থাকে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read