মঙ্গলবার দিঘা মোহনায় ৭০ কেজি ওজনের শঙ্কর মাছ উঠল। বিশালাকার শঙ্কর মাছ উঠলো দিঘা মোহনায় দেখতে ভিড় জমালো পর্যটকরা। গত সোমবার থেকেই দিঘা সহ উপকূলবর্তী এলাকায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি বেড়েছে।
সমুদ্রের শস্য ইলিশের তেমন দেখা না পাওয়া গেলেও কই ভোলা ও শংকর মাছ উঠলো। কিছুটা হলেও মনে আশা জেগেছে মতস্যজীবিদের। এর উপর ইলসে গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে ।তাই মৎস্যজীবীরা আশায় আছেন এবার প্রচুর
পরিমাণে ইলিশ উঠবে দিঘার সমুদ্রে।
Author: ekhansangbad
Post Views: ১৪৮