কথা দিলে কথা রাখাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি ।সম্ভবত তাঁর আকাশ চুম্বী জনপ্রিয়তার অন্যতম সিড়ি প্রতিশ্রুতি রক্ষা করা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চারিত্রিক গুনের আবার একবার স্বাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর।২০১৬ সালের
বিধানসভা নির্বাচনের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী।বালিঘাইতে নতুন থানা তৈরীর ছাড়পত্র দিইয়েছেন তিনি।
এগরা বিধানসভার দুটি ব্লক এগরা -১ ও এগরা – ২ ব্লক।এতোদিন এগরা থানা থেকেই দুটি ব্লকের আইন শৃংখলা রক্ষা করা হোত।এবার এগরা ১ ব্লকের জন্যে তৈরী হবে নতুন থানা।এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই বালিঘাইতে নতুন থানা করার দাবী ছিলো।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারে আশ্বাস দিয়েছিলে ন তিনি ।এবার সেখানে তৈরী হবে থানা।
কেন বালিঘাইতে থানা দরকার জানতে হলে তার ভৌগলিক অবস্থান দেখতে হয়।এই ব্লকের ভৌগলীক অবস্থান বলছে এখানকার ৮টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টা পঞ্চায়েত প্রতিবেশী রাজ্য উড়িষ্যা ও প্রতিবেশী জেলা পশ্চিম মেদিনীপুরের সীমান্ত বর্তী।এই
ব্লকের সাহাড়া ও জুমকি পঞ্চায়েতের সাথে প্রতিবেশী রাজ্য উড়িষ্যার এবং জেটথান ও বরিদা পঞ্চায়েত প্রতিবেশী জেলা পশ্চিম মেদিনীপুরের সাথে সীমান্ত ভাগ করছে।ফলে কোন অপরাধ করেই সহজে অপরাধীরা অন্য রাজ্য কিংবা জেলায় পালিয়ে যাওয়ার সম্ভাবনা
থাকে।এবার তেমন কোন ঘটনা ঘটার আগেই বা দ্রুত পুলিশ ব্যাবস্থা গ্রহন করতে পারবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনিক আধিকারীকেরা।
ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক রায জানান আটটি গ্রাম পঞ্চায়েত কে নিয়ে এই ব্লকে থানা হতে চলেছে ।এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে ।পুলিশের সাহায্য নিতে আর দূরে যেতে হবে না সাধারণ মানুষদের।
এগরা ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান জানান এতদিন পরে হলেও এলাকার বাসিন্দাদের আশা পূর্ন হবে। এলাকার বাসিন্দাদের দাবি ছিল বালিঘাইতে একটি থানার।মমতা বন্দ্যোপাধ্যায় আবার একবার প্রমান করলেন তিনি কথা দিলে কথা রাখতে জানেন
⭕আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন👇
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫