বিজেপি কর্মীকে বেধাড়ক মারধরের অভিযোগ উঠলো সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার রাসন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে রাসন জগন্নাথদেব মন্দির প্রাঙ্গনে অন্ন প্রসাদ সেবন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম ও বিজেপির নেতা ও কর্মী-সমর্থকেরা। বাম ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটি কাটি হলে উত্তেজনা চরমে উঠলে বাম কর্মীরা পল্লব দাস মহাপাত্র নামের এক বিজেপি কর্মীর ওপর চড়াও হয়ে গালি গালাজ করতে করতে বেধাড়ক মারধর করে এমনটাই অভিযোগ বিজেপির। এরপরে স্থানীয় বিজেপি নেতা পল্লব দাস মহাপাত্র ওই অভিযুক্তদের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এগরা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
Author: ekhansangbad
Post Views: ১৪৯