প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ট শিল্পপতি পরিচিত আদানী এবার পা রাখলো পশ্চিমবঙ্গে । হলদিয়া বন্দরের সাথে ৩০ বছরের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। হলদিয়া বন্দরের মুখ্য কার্যালয় জওহর টাওয়ারে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ
ও আদানি বন্দর কর্তৃপক্ষের মধ্যে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন হলদিয়া বন্দরের পক্ষে ডেপুটি
চেয়ারম্যান অমল কুমার মেহেরা এবং আদানী গ্রুপের পক্ষে হলদিয়ার বাণিজ্যিক প্রধান প্রশান্ত পাত্র।
সাংবাদিক সম্মেলনে জানান ডেপুটি চেয়ারম্যান শ্রীমেহেরা। তিনি বলেন, আদানি গ্রুপ দুই নম্বর বার্থে আধুনিকীকরণ করবে এবং এই বার্থ দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি হবে। প্রাথমিকভাবে প্রায় সাড়ে তিন মিলিয়ন টন পণ্য
পরিবহনের লক্ষমাত্রা থাকলেও অত্যাধুনিক ব্যবস্থার কারণে এই পরিবহন ক্ষমতা প্রায় পাঁচ মিলিয়ন টন হবে বলে আশা ব্যক্ত করেন।
আদানি বন্দর সংস্থার পক্ষে প্রশান্ত পাত্র জানান, এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে চালু করতে আড়াই থেকে তিন বছর সময় লাগবে। তারপরই তারা পণ্য পরিবহন শুরু করে দেবেন । এই প্রকল্পে আদানিরা ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে শ্রীপাত্র জানান।
আগামী পয়লা জুলাই এই বার্থের জমি হস্তান্তর করা হবে। এ ফলে আদানিরা এ রাজ্যের বন্দর ক্ষেত্রে তাদের ব্যবসা-বাণিজ্য শুরু করে দিলেন।
সাংবাদিক সম্মেলনে বন্দরের জিএম প্রবীন কুমার দাস, অভয় মহাপাত্র সহ ব্যাংক-এর শীর্ষ কর্তা ও আদানী গ্রুপের সিনিয়র আধিকারিকরা উপস্থিত ছিলেন।