Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। ডেমুরিয়ায় উল্টো রথের মেলায় মন্ত্রী অখিল গিরি ।।

পূর্ব মেদিনীপুরের রামনগরের ডেমুরিয়ায় ৩৫০ বছরের রথ যাত্রা। এদিন উল্টো রথ মেলা শুরু হলো মহাসমারোহে। বুধবার বৃষ্টি উপেক্ষা করেই মেলায় কয়েক হাজার লোকের সমাগম হয়।পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের ডেমুরিয়ার রথযাত্রা এলাকার
সবচেয়ে প্রাচীন । সাড়ে তিনশো বছর আগে বর্তমান এগরা থানার বাসুদেবপুরের জমিদার লক্ষ্মীকান্ত রায়ের দান করা জায়গার উপর জগন্নাথদেবের মন্দির স্থাপন করা হয়। আর সেই বছর থেকে শুরু রথযাত্রাও।


মৈতনা মেলা কমিটির সম্পাদক তমালতরু দাসমহাপাত্র জানান,জমি দানের আগেও ডেমুরিয়াতে জগন্নাথ দেবের মন্দিরের অস্তিত্ব ছিল। জগন্নাথদেবের বিগ্রহ ছাড়াও প্রচুর স্বর্ণালঙ্কার ও ধনসম্পদও ছিল মন্দিরে। জগন্নাথ মন্দিরের সেই ধনসম্পদের লোভে মারাঠা দস্যু বা বর্গীরা
বারবার মন্দিরের উপর আক্রমণ করে ধনসম্পদ লুঠ করে নিয়ে যায়।

নিয়ম মেনে এদিন মাসীর বাড়ী থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন জজ্ঞন্নাথ দেব। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথ রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি ।তিনি এলাকা সহ দেশের সকক্ল প্রান্তের মানুষের শান্তি সমৃদ্ধির জন্যে ভগবানের কাছে প্রার্থনা জানান

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read