খেজুরীর জরারনগর রকস্টার ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও উল্টোরথের পরেরদিন রথ সম্মেলনের আয়োজন করা হয়৷
প্রায় শতাধিক প্রতিযোগী তাদের নিজ হাতের তৈরী বিভিন্ন প্রকারের রঙীন রথ নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করে৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরেন্দ্রনাথ পাল ৷ প্রধান অতিথি বিমান কুমার নায়ক, বিশিষ্ট অতিথিরা ছিলেন নমিতা নায়ক, শক্তিপদ মান্না, নির্মলেন্দু প্রধান, পূর্ণচন্দ্র দাস, মানস কুমার গুড়্যা, তপনকুমার জানা, বাসুদেব জানা প্রমুখ ব্যক্তিবর্গ৷
শ্রী শ্রী জগন্নাথ দেবের মাহাত্ম্য, বিশ্ব ভ্রাতৃত্ব ও জগৎব্যাপী ইসকনের রথযাত্রা সম্পর্কে অতিথিগণ আলোচনা করেন৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমরেশ সুবোধ পড়িয়া৷
Author: ekhansangbad
Post Views: ৯১