কাজলা কল্যাণ সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হলো উল্টো রথের প্রতিযোগিতা। এলাকার প্রায় দুই শতাধিক রথ দুটি বিভাগের উপস্থিত হয় প্রতিযোগিতার জন্য ।
প্রতিযোগিতার দৃষ্টিভঙ্গি ছিল মূলত সৃজনশীলতার উপরে। এদিন রথ প্রতিযোগিতা র উদ্বোধন করেন কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পন্ডা। তিনি এই প্রতিযোগিতার উদ্দেশ্য এবং সৃজনশীলতার বিষয় নিয়ে আলোচনা করেন যাতে আরো প্রচুর মানুষ এই রথের সৃজনশীলতার মধ্যে নিজেকে অংশগ্রহণ করাতে পারেন তার জন্য আবেদন জানান।
এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কাঁথি দেশপ্রাণ ব্লক ও খেজুরি ব্লকের উদ্যান পালন বিভাগের আধিকারিক শংকর আচার্য ও শিক্ষক শান্তনু বেরা,চিত্রশিল্পী কমলেশ নন্দ এবং সাংবাদিক ইন্দ্রনীল নন্দ ।
রথ প্রতিযোগিতা পরিচালনা করেন কাজলা জনকল্যাণ সমিতির জয়ন্ত পন্ডা ,কামদেব সিট, শিব শংকর পোড়িয়ালি প্রমুখ। এই রথ প্রতিযোগিতা কে কেন্দ্র করে এলাকায় মেলা বসে। সবশেষে সকলকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম দাস।