Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। তৃনমূল নেতা,পঞ্চায়েত সমিতির সভাপতি:সুরজিৎ থাকেন মাটির বাড়িতে ।।

দীর্ঘ রাজনীতি জীবনে এখনো সেই এক চেনা মাটির বাড়িতেই ঠাঁই। বিভিন্ন সময় দলে ও প্রশাসনে বড় দায়িত্ব সামালালেও জোটেনি পাকা ইঁটের দেওয়াল।

এবারও নমিনেশন হয়েছে উৎসবের আকারে জানালেন পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুরজিৎ মান্না।

সিপিএম এর শাসন কাল থেকে টিএমসির একনিষ্ঠ সৈনিক ১৯৯১ থেকে দল শুরু করে ২০০৭থেকে ২০২৭ টানা ১০ বছর কোলাঘাট ব্লক তৃণমূল এর যুব সভাপতি ছিলেন ।
২০১৩ থেকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ। ২০২১ এ পঞ্চায়েত সমিতির সভাপতি। এই দীর্ঘ রাজনীতি জীবনে কেউ কাদা ছুড়তে পারেনি। এবারে কোলাঘাট ব্লকের ৩৭ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী।


নমিনেশন হয়েছে উৎসবের আকারে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না। দীর্ঘ রাজনীতি জীবনে নিজের জন্য কিছুই করতে পারেননি, যেটুকু পেনশন পান সেটুকুই। একচালা মাটির বাড়িতেই বসবাস। বাবা, মা বিড়ি শ্রমিক, বিড়ি বেঁধে সংসার চলে। সভাপতির নিজস্ব কোনো ইনকাম নেই, ভাতাই একমাত্র ইনকাম, বাবার ওপর নির্ভর। তিন ভাই একসাথে, নিজের দুই ছেলে, দুজনেই সরকারি স্কুলে পড়ে। অর্থের অভাবে পড়াতে পারেনি ইংলিশ মিডিয়ামে। বাড়ির কোলাঘাট ব্লক এর দেরিয়াচক গ্রামে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয় নিয়ে তিনি একেবারেই নিশ্চিত।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read