গেঁওয়াখালি জল প্রকল্প ক্ষতিগ্রস্থ হওয়ায় সমস্যায় পড়েছে হলদিয়া শিল্পাঞ্চল ও পৌরসভার বিশাল এলাকার বাসিন্দারা । হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে সেই জল প্রকল্পে হলদিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং হলদিয়া পৌরসভাকে জল সাপ্লাই করে। ভয়ানক বৃষ্টিপাতের ফলে গেঁওয়াখালি জল প্রকল্পের প্রজেক্ট দেওয়াল ভেঙে পড়েছে। এর ফলে শিল্প সংস্থা গুলি এবং পৌর এলাকার সাতটি ওয়ার্ডের বিশাল এলাকার হাজার হাজার বাসিন্দারা সমস্যায় পড়েছেন।যদিও সমস্যার পরেই নড়েচড়ে বসে গেঁওয়াখালি জল প্রকল্পের আধিকারিকেরা। তৎক্ষণাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং হলদিয়া পৌরসভাকে ডেকে আলোচনায় বসেন তাঁরা । তবে ভেঙ্গে পড়া দেওয়াল সারাই করতে এক মাস লাগবে বলে সুত্রের দাবি।ফলে এই সময়ে কি ভাবে বিভিন্ন শিল্প সংস্থা ও ওয়ার্ড গুলির বাসিন্দাদের জলের চাহিদা পুরন হবে তাই নিয়ে তৈরী হয়েছে সংকট ।
তবে জানা গেছে বিকল্প জলের ব্যবস্থাক করছেন হলদিয়া পৌরসভা এবং বিভিন্ন কারখানা আধিকারিকদের নিয়ে সভা করেণ হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও সুধীর কুণ্থম।জলের সমস্যা যাতে না হয় তার জন্য চলছে মাইক প্রচার এবং জল অপচয় না যাতে না হওয়ায় সেজন্য নজর রাখছেন হলদিয়া পৌরসভা উন্নয়ন পর্ষদ এবং ওয়াটার সাপ্লাই তাদেরকে নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ তদন্তকারীর দল।